ফটিকছড়িতে ছেলেধরা সন্দেহে মানসিক রোগীকে গণপিটুনি দিয়ে হত্যা

ফটিকছড়িতে ছেলে ধরা সন্দেহে জসিম উদ্দীন (৩২) নামের এক মানসিক রোগীকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। রবিবার (২ জুন) দুপুরে উপজেলার বখতপুর ইউনিয়নের চারাবটতল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জসিম ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কার্পাস এলাকার আবদুস সালামের দ্বিতীয় পুত্র।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন জসিম ভোরে বাড়ি থেকে পালিয়ে যায়। হাঁটতে হাঁটতে দুপুরের দিকে বখতপুর ইউনিয়ন এলাকায় চলে গেলে দুপুর দুইটায় ওই ইউনিয়নের মকীম শাহ বাড়ির লোকজন তাকে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জসিমকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে বখতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোলায়মান জানান, ছেলে ধরা সন্দেহে ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মকীম শাহ বাড়ির লোকজন জসিমকে গণপিটুনি দেয়। এতে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জসিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। দায়িত্বে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আবু বক্কর নামে একজনকে আটক করা হয়েছে।

অপরদিকে নিহত জসিমের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি প্রায় দশ বছর যাবৎ মানসিক রোগে ভুগছিলেন। জসিমের নামে মানসিক রোগের বিভিন্ন চিকিৎসাপত্র দেখে এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!