ফটিকছড়িতে কীটনাশক খেয়ে এক ব্যক্তির মৃত্যু!

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : ফটিকছড়িতে আব্দুল হালিম (৮০) নামের এক ভারসাম্যহীন বৃদ্ধ কীটনাশক খেয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার ধর্মপুর ইউনিয়নের বি.আলম বাড়ীতে বৃহস্পতিবার (২ মার্চ ) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় মেম্বার মুহাম্মদ শাহ্জাহান সিরাজী বলেন, নিহত আব্দুল হালিম ধান ক্ষেতের জন্য আনা কীটনাশক (বাসুডিন) খেয়ে বাড়ীর পাশে পড়ে থাকতে দেখে পরিবার সদস্যরা ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎকের কাছে নিয়ে গেলে চিকিৎক তাকে মৃত বলে ঘোষণা করে। সে উত্তর ধর্মপুর টেকের দোকান এলাকার বি.আলম বাড়ীর মৃত তোউলা আহম্মদের পুত্র।
ধর্মপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত ব্যক্তি ভারসাম্যহীন ছিলেন এবং পুলিশকে জানানো হয়েছে।
এ ব্যাপারে, ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) কর্মকর্তা বিদ্যু কুমার বড়–য়া বলেন, এ ধরণের কোন সংবাদ আমরা পাইনি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!