ফটিকছড়ি সীমান্তে একে-৪৭, মর্টার সেলসহ বিপুল অস্ত্র উদ্ধার, আটক ৫ পাহাড়ি সন্ত্রাসী

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি-ফটিকছড়ি সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ৫ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ৩টি মর্টার সেল, ১টি একে-৪৭, ১টি এমএ-১, ১টি পিস্তল, ১টি এলজি, ১টি ২২ রাইফেল৷

অস্ত্রগুলো সীমান্ত এলাকার মগ লিবারেশন পার্টি নামে একটি সন্ত্রাসী গোষ্ঠীর বলে ধারণা করছে পুলিশ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর রাতে সিন্দুকছড়ি জোনের আওতাধীন বড়তলী এলাকায় রমজান আলীর বাড়িতে ঢুকে রমজান আলীকে একটি সন্ত্রাসী বাহিনী।

এ সংবাদ পেয়ে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি বিগ্রেড গুইমারা কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. কামাল মামুনের নেতৃত্বে অভিযান পরিচালনা শুরু করে সেনাবাহিনী।

এ বিষয়ে ফটিকছড়ি থানার এসআই আলমগীর বলেন, ‘গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল অস্ত্রসহ ৫ সন্ত্রাসীদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!