ফখরুলের গাড়ি বহরে হামলার ঘটনায় আদালতে মামলা

ফখরুলের গাড়ি বহরে হামলার ঘটনায় আদালতে মামলা 1নিজস্ব প্রতিবেদক : রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়ি বহরে হামলার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২১জুন) বেলা ১১টার দিকে বিএনপি নেতা ও প্রাক্তন জেলা পিপি এনামুল হক চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম শহীদুল্লাহ কায়সারের আদালতে মামলাটি করেন। আদালত মামলাটি গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

মামলায় যুবলীগ ও ছাত্রলীগের ২৬ নেতাকর্মীর নাম উল্লেখ এবং ২৫-৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

তারা হলেন মো. সরওয়ার, নাজিমুদ্দিন বাদশা, রাসেল, মহসীন, জাহেদ (১), জাহেদ (২), আলমগীর, নাঈমুল ইসলাম, শিমুল গুপ্ত, পাভেল বড়ুয়া, ইকবাল হোসেন বাবলু, নাহিম, মো. ইউনুস, শামসুজ্জোহা সিকদার আরজু, আবু তৈয়ব, এনামুল হক, রাসেল, সাইফুল, মাহাবুব, আনোয়ার, নেসার উল্লাহ, বেলাল, মুজাহিদ, বাপ্পা, মো. হারুন, জাহাঙ্গীর আলম বাদশা। তারা রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ১৮ জুন মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল রাঙ্গামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করতে যাওয়ার সময় রাঙ্গুনিয়া ইছাখালী এলাকায় তাদের গাড়ি বহরে হামলা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!