প্লাস্টিকের বিনিময়ে টাকা পাবেন সাজেকের পর্যটকরা!

রাঙামাটির সাজেক ভ্রমণে যাওয়া পর্যটকরা ব্যবহৃত প্লাস্টিকের পাবেন বিনিময়ে নগদ টাকা।

দেশের পর্যটন এলাকার পরিবেশ দূষণ কমাতে ব্যবহৃত প্লাস্টিক জমা নেওয়ার এ উদ্যোগ নিয়েছে ট্যুরিস্ট গ্রুপ ওয়াইল্ড ট্যুরিজম বাংলাদেশ। ব্যবহৃত প্লাস্টিকের বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেবে প্রতিষ্ঠানটি।

১৭ থেকে ১৯ জানুয়ারি রাঙামাটির সাজেকে ভ্রমণ আয়োজন করেছে ওয়াইল্ড ট্যুরিজম বাংলাদেশ। সেখানে বেড়াতে যাওয়া পর্যটকরা প্লাস্টিকের একটি মোড়কজাত প্যাকেট জমা দিলে ১ টাকা, দেড় লিটার পর্যন্ত পানির বোতল ২ টাকা, দুই লিটারের পানির বোতল ৩ টাকা এবং ৫ লিটারের পানির বোতল এনে দিলে ৫ টাকা পাবেন।

ওয়াইল্ড ট্যুরিজম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কেফায়েত শাকিল বলেন, ‘বাংলাদেশের পর্যটন সম্ভাবনা ব্যাপক। কিন্তু অসাবধানতার কারণে মানুষের ফেলে রাখা বিভিন্ন উচ্ছিষ্টে পর্যটন কেন্দ্রগুলোর সৌন্দর্য ম্লান হয়ে যাচ্ছে। প্লাস্টিকে চাপা পড়ে বিলীন হচ্ছে সেন্টমার্টিনের প্রবাল। আমরা মনে করি, পর্যটকদের মধ্যে যদি প্রাণ ও প্রকৃতি রক্ষায় সচেতনতাবোধ জাগ্রত করা যায় তাহলে সারাদেশে ইতিবাচক প্রভাব পড়তে পারে।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!