প্রীতি ক্রিকেট ম্যাচে চট্টগ্রাম মাস্টার্সের জয়লাভ

চট্টগ্রামের ত্রিশোর্ধ্ব সাবেক ক্রিকেটারদের নিয়ে গঠিত চট্টগ্রাম মাস্টার্স প্রায়ই প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিয়ে থাকে। চট্টগ্রাম মাস্টার্স থেকে অনুপ্রাণিত হয়ে হাটহাজারীর সাবেক খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত হয় লিজেন্ড অব হাটহাজারী। সময় সুযোগ পেলে তারাও মাঠে নেমে পড়ে প্রীতি ম্যাচে। মহান ২১ ফেব্রুয়ারি উপলক্ষে এই দু’দল নেমে পড়ে নিজেদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচে।

চট্টগ্রাম মেডিকেল মাঠে অনুষ্ঠিত দু’দলের এই প্রীতি ম্যাচে জয়ী হয় চট্টগ্রাম মাস্টার্স। তারা ৩২ রানে হারায় লিজেন্ড অব হাটহাজারীকে। সকালে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম মাস্টার্স ৩২.১ ওভারে অলআউট হওয়ার আগে ২৪৩ রানের বড় সংগ্রহ করে। দলের পক্ষে রাজীব সর্বোচ্চ ৫০ রান করেন। হাটহাজারীর পক্ষে রফিক ৩ টি উইকেট নেন।

২৪৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে লিজেন্ড অব হাটহাজারী ২৫ ওভারে ২১১ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে রিশাত ম্যাচ সর্বোচ্চ ৮১ রান সংগ্রহ করে। ব্যাট হাতে ফিফটি করা রাজিব বল হাতেও নিজের কারিশমা দেখিয়ে তুলে নেন ৪ উইকেট। অলরাউন্ড নৈপুণ্যের জন্য রাজীবই হন ম্যাচ সেরা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!