প্রীতিলতার প্রয়ান দিবস আজ

14445651_311339905892780_1933135311_n

ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের বীরকন্যা ও মাস্টারদা সূর্য সেনের সহযোদ্ধা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৪তম আত্মাহুতি দিবস আজ। ১৯৩২ সালের এইদিনে মৃত্যুবরণ করেন তিনি।

এ উপলক্ষে বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট, চট্টগ্রামের পটিয়া প্রেসক্লাব, গৌরব সংসদসহ বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসচি হাতে নিয়েছে।

এর মধ্যে রয়েছে সকাল ১০টায় পটিয়ার ধলঘাটে নিজগ্রামে প্রীতিলতার আবক্ষমূর্তিতে পুষ্প্যমাল্য অর্পণসহ প্রীতিলতা ট্রাস্ট কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান।

14458921_311339902559447_1656977856_n

মাস্টারদা সূর্য সেনের নির্দেশ পেয়ে ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর রাতে কয়েকজন বিপ্লবীকে সঙ্গে নিয়ে প্রীতিলতা চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে ইংরেজদের ওপর আক্রমণ করেন। সফল অভিযান শেষে ফেরার সময় তার গায়ে একটি গুলি লাগে।

ইংরেজদের হাতে ধরা পড়ার আশঙ্কায় তিনি নিজের পকেটে থাকা পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহনন করেন।

চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে ১৯১১ সালের ৫ মে জন্মগ্রহণ করেন প্রীতিলতা ওয়াদ্দেদার।

রিপোর্ট::রাজিব সেন প্রিন্স

এ এস/ জি এম এম/এস কে ডি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!