প্রার্থীতা ফিরে পেলেন ৬ কাউন্সিলর

পটিয়া পৌরসভা নির্বাচন

চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বাতিল হওয়া একজন সংরক্ষিত নারী কাউন্সিলর ও পাঁচজন সাধারণ কাউন্সিলর প্রার্থীসহ মোট ছয়জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

সোমবার (২৫ জানুয়ারি) বিকালে শুনানি শেষে আপিল কর্তৃপক্ষ চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান তাদের মনোনয়ন বহালের আদেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) বদিউল আলম।

গত ১৯ জানুয়ারি তাদের প্রার্থিতা বাতিল হলে তাঁরা চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে আপিল করেন।

মনোনয়ন ফিরে পাওয়া কাউন্সিলর প্রার্থীরা হলেন- পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাছির উদ্দিন, নজরুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডের গোলাম কাদের, ৪ নম্বর ওয়ার্ডের শেখ বেলাল উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডের রুবেল দাশ ও সংরক্ষিত ২ নম্বর ওয়াডের নারী কাউন্সিলর প্রার্থী জেসমিন আকতার।

জানা যায়, গত ১৯ জানুয়ারি পটিয়া উপজেলা পরিষদের হলরুমে পৌর নির্বাচনের যাচাই বাছাই প্রক্রিয়ায় ৬ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং অফিসার ও চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার মোহাম্মদ তারিফুজ্জমান। এ সময় ঋণ খেলাপির অভিযোগে ৩ জন কাউন্সিলর প্রার্থীকে ও ঠিকাদারি লাইসেন্স বহাল রাখার অভিযোগে অপর ৩ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। যদিও আপিলে সবাই প্রার্থিতা ফিরে পেয়েছেন।

এর মধ্য দিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি পটিয়া পৌর নির্বাচনে মেয়র পদে ৪ জন ও কাউন্সিলর পদে ৫৯ জনের মনোনয়ন চূড়ান্তভাবে বৈধ হয়েছে। আগামীকাল ২৬ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।

কেএস/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!