প্রাক্তন শিক্ষার্থীদের কোলাহলে মুখরিত প্রাঙ্গন

প্রাক্তন শিক্ষার্থীদের কোলাহলে মুখরিত প্রাঙ্গন 1নুরুল আলম,চন্দনাইশঃ শিক্ষা ছাড়া জাতি অন্ধকার হয়ে যায়।শিক্ষিত সমাজ রাষ্ট্রকে এগিয়ে নিতে পারে। প্রধান মনÍ্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাই মানুষের মৌলিক অধিকার শিক্ষাকে গুরুত ¡দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছেন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি ক্ষুদ্র , জনবহুল ও দরিদ্র দেশ । তাই পাকিস্তান থেকে যুদ্ব করে দেশ আলাদা করার সময় অনেকে স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনার ব্যাপারে শঙ্কা করেছিল।।দেশ এখন তলাবিহিন ঝুড়ি নয়। বাংলাদেশ আজ ৪৭ বছরে পদার্পন করছে,হাটি-হাটি পা পা করে দেশ এগিয়ে চলছে। প্রবৃদ্বির হার এখন ৭%,লক্ষ্যমাত্রা মাত্রা ৮%। প্রধান মন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম,জনগনের প্রতি কমিটমেন্ট থাকার থাকার কারণে প্রতিক্ষেত্রে অগ্রগতি হচ্ছে।গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের ১০০ বছর পূর্তি উপলক্ষে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ৩ দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

প্রধান অতিথি প্রাচীন এ বিদ্যাপীঠের স্বপ্ন বাস্তবায়নে তাঁর সহযোগিতা থাকবে বলে উল্লেখ করেন এবং এ বিদ্যালয় অত্রএলাকায় আরো আলো ছড়াতে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন,স্থানীয় এম,পি, নজরুল ইসলাম চৌধুরী।উদযাপন পরিষদের আহ্বায়ক ডা. শাহদাৎ হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন,উদযাপন পরিষদের সচিব- আবদুল কৈয়ুম চৌধুরী।স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন,বাবু কুমকুম চৌধুরী ডা.নুরুল আমিন,উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌর চেয়ারম্যান মাহাবুবুল আলম খোকা এবং উপজেলা নির্বাহী অফিসার লুৎফুর রহমান।এ দিন বিকেলে ২য় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন,সাবেক মন্ত্রী ড. কর্ণেল(অবঃ) অলি আহমদ বীর বিক্রম।তিনি বলেন,“এ বিদ্যালয় মাঠির ঘর ছিল,আমি পাকা ইটের ভবন করা সহ মডেল স্কুল করার জন্য কাজ করেছি,কারণ আমি স্কুলেরই ছাত্র ছিলাম”।তিনি স্কুলের ইতিহাস বিকৃতি না করে সত্য তুলে ধরার আহ্বান জানান।। তিনি বলেন, “বঙ্গভবনে থাকা কালীন ‘জিয়া‘কে বলে এ দক্ষিণ চট্টগ্রামে ৩টি সরকারি কলেজ করিয়েছি, চন্দনাইশে বিদ্যালয়গুলোর উন্নয়ন আমার হাত দিয়ে গেছে”।তিনি শিক্ষার্থীদের ডিগ্রীর চেয়ে ও প্রকৃত মানুষ হওয়ার উপর গুরুত্বারোপ করেন।প্রফেসর ডা. আবদুল আলিমের সভাপতিত্বে এ’অধিবেশনে স্মৃতি চারণমূলক বক্তব্য রাখেন,চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড.এম এ গফুর, সাবেক বিচারপতি আবদুচ ছালাম মামুন, প্রফেসর অধ্যক্ষ আবু ছাদেক মোঃ মুছা, সিরাজুল ইসলাম সওদাগর, ডাঃ অসীম বড়–য়া, অধ্যাপক আজম খাঁন, মাহাবুবুর রহমান চৌধুরী। সকালে বাদ্য বাজনা নিয়ে বর্ণাঢ্য র‌্যালি,ব্যাচ ভিত্তিক ফটো সেশন,অনুষ্ঠানের মাঝে নৃত্য গান, সর্বোপরি প্রাক্তন শিক্ষার্থী পুরনো বন্ধুদের এক সাথে পেয়ে ,বসা,আড্ডায়, স্মৃতি রোমন্তনে স্কুল প্রাঙ্গন কোলাহল- –মনোমগ্ধুখর এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!