প্রাইভেটকারের ধাক্কায় স্কুলছাত্রী নিহত মিরসরাইয়ে

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রাইভেটকারের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর দেড়টায় উপজেলার খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম পোল মোগরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখি লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রীর নাম ফায়জাতুন নুর ফাবিহা (৯)। সে সাহেরখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মঘাদিয়া এলাকার শেখ আলী পণ্ডিত বাড়ির নুরুল করিম দুলালের মেয়ে।

ফাবিহা খৈয়াছরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পোল মোগরা এলাকার নানার বাড়ি থেকে পড়ালেখা করতো। সে পশ্চিম পোল মোগরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. জিয়া বলেন, ‘বুধবার দুপুরে আমি চট্টগ্রাম শহর থেকে সিডিএম পরিবহনে করে আসছিলাম। প্রাইভেটকারটি আমাদের গাড়ির সামনে ছিল। মেয়েটি রাস্তার পূর্বপাশ থেকে পশ্চিমপাশে পার হওয়ার সময় ঢাকামুখি দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় ১৫ থেকে ২০ হাত দূরে গিয়ে পড়ে মাথায় আঘাত পায়। এতে ঘটনাস্থলে মারা যায় মেয়েটি। সেখান থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে নিয়ে আসি। তবে প্রাইভেটকারটি আটক করা সম্ভব হয়নি।’

পশ্চিম পোলমোগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল গণি বলেন, ‘আজকে আমাদের স্কুলে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শেষে স্কুল সাড়ে ১২টার দিকে ছুটি হয়ে যায়। পরে জানতে পারি, ফাবিহা আজ স্কুল আসেনি। সে তার বড়বোনের স্কুলে গিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘ফাবিহা ছাত্রী হিসেবে অনেক ভালো ছিল। তার মৃত্যুতে আমরা স্কুল থেকে একটি শোকসভার আয়োজন করব।’

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, ‘প্রাইভেটকারের ধাক্কায় স্কুলছাত্রী নিহত হওয়ার খবর কেউ জানায় নি। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!