প্রস্তুতি ম্যাচে জিততে হলে পাহাড় ডিঙাতে হবে বাংলাদেশকে

ভারতের সংগ্রহ ৩৫৯ রান

সকাল সর্বদাই দিনের সঠিক পূর্বাভাস দেয় না। এই আপ্তবাক্যটি বাংলাদেশের বেলায় মিলে গেল পুরোপুরি। ২২ ওভার পর্যন্ত ভারতীয় ব্যাটসম্যানদের আটকে রাখা গেলেও শেষপর্যন্ত কার্ডিফের মেঘলা আকাশে তারা রানের বৃষ্টি ঝরিয়েছে লোকেশ রাহুল (১০৮) ও মহেন্দ্র সিং ধোনির (১১৩) সেঞ্চুরিতে।
তাছাড়া শুরুতেই বৃষ্টির দাপটে মনে হচ্ছিল ভারত বুঝি ঠিক মতো ব্যাটিংই করতে পারবে না! ব্রিটেনের রহস্যময় আবহাওয়া বলে কথা! শেষ পর্যন্ত নির্বিঘ্নেই শেষ হলো বিরাট কোহলিদের ইনিংস। বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলল ৩৫৯ রান।

যদিও মঙ্গলবার কার্ডিফের সোফিয়া গার্ডেনে সকালটা বাংলাদেশেরই ছিল। টস জিতে বোলারদের হাতে বল তুলে দেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে আবহাওয়া পূর্বাভাস সত্য করে টসের পরই নেমে আসে বৃষ্টি। কিছুক্ষণ পরই হেসে উঠে সূর্য। ব্যাট করতে নামেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। কিন্তু দুই বল পরই ফের শুরু বেরসিক বৃষ্টি!

অবশ্য মিনিট বিশেক বন্ধ থাকার পর ফের শুরু হয় খেলা। বৃষ্টির লুকোচুরির পর ব্যাট হাতে নেমে শুরুতেই হোঁচট খায় ভারতীয় দল। মুস্তাফিজুর রহমানের দ্বিতীয় ওভারেই পঞ্চম বলে এলবিডাব্লিউ হয়ে সাজঘরের পথ ধরেন শিখর ধাওয়ান। ৯ বল খেলে ১ রান করে ফেরেন এই ওপেনার।

প্রস্তুতি ম্যাচে জিততে হলে পাহাড় ডিঙাতে হবে বাংলাদেশকে 1
বিরাট কোহলিকে বোল্ড আউট করার পর সাইফুদ্দিনের উল্লাস

আরেক ওপেনার রোহিত শর্মাকে ভয়ঙ্কর হয়ে উঠতে দেননি আরেক পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। ৪২ বল খেলে ১৯ রান তুলে ফেরেন তিনি। বিরাট কোহলির ব্যাটে ৪৬ বলে ৪৭ রান।

একপর্যায়ে ১০২ রান তুলতেই তুলতেই ৪ উইকেট হারায় ভারত। তখনই লোকেশ রাহুল ও মহেন্দ্র সিং ধোনি পাল্টে দেন ম্যাচের দৃশ্যপট। গড়েন ১৬৪ রানে জুটি। টাইগার বোলারদের অসহায় করে ৪০ বলে পঞ্চাশ করেন ধোনি। অন্যপ্রান্তে চলতে থাকে রাহুলের দাপট। ৪৫ বলে পঞ্চাশ তুলেন তিনি। এরপর ডানহাতি এই ব্যাটসম্যান সেঞ্চুরি তুলে নেন ৯৪ বলে।

৯৯ বলে ১০৮ রান তুলে সাজঘরে ফেরেন রাহুল। ১২ চার ও চার ছক্কায় এই ইনিংস গড়েন তিনি। রাহুল-ধোনির ১৬৪ রানের জুটি ভাঙে। ধোনি বিশ্বকাপের আসল লড়াইয়ের আগে তুলে নেন শতরান। ৭৮ বলে ১১৩ রানে ফেরেন তিনি।

প্রস্তুতি ম্যাচে নয়জন বোলারকে দিয়ে বল করালেও ভারতকে কম রানে আটকে রাখা যায়নি। প্রস্তুতি ম্যাচ বলেই ১৪জন ক্রিকেটারকে ঘুরিয়ে ফিরিয়ে মাঠে নামিয়েছেন মাশরাফি। নিশ্চিত করেই ব্যাটসম্যানদের সামনে এখন চ্যালেঞ্জ। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে জয় তুলে নিতে পারবে কি টাইগাররা?

ভারতের বিপক্ষে দলে আছেন সাকিব আল হাসান। চোট কাটিয়ে দলে ফিরেছেন তিনি। শঙ্কা থাকলেও খেলছেন অধিনায়ক মাশরাফি। তবে দু’জনই বল হাতে তেমন একটা সাফল্য পাননি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!