প্রশাসনের মানা, সাতকানিয়ায় তবু উল্টো জমজমাট সাপ্তাহিক হাট

নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজার ছাড়া সাপ্তাহিক হাটসহ বাজার বন্ধের ঘোষণা থাকলেও সাতকানিয়ায় উল্টো আরও জমজমাট সাপ্তাহিক হাটগুলো। প্রায় প্রতিদিনই উপজেলাটির কোন না কোন স্থানে বসছে সাপ্তাহিক হাট। এতে জনসমাগম বেড়ে করোনা ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে।

জানা যায়, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ৫-৭ জনের বেশি জড়ো হওয়া যাবে না। এছাড়া সরকারের পক্ষ থেকেও নির্দেশনা রয়েছে জনসমাগম না করতে। সাতকানিয়ায় সরকারি এসব নির্দেশনার তোয়াক্কা না করে প্রতিদিনই বসছে কোন না হাট।

করোনা আতঙ্কের মধ্য দিয়েও জমে উঠেছে সাতকানিয়া দেওদিঘী বাজার। প্রতিদিন এ বাজারে আনুমানিক ৬০০-৭০০ ক্রেতার সমাগম হচ্ছে। এলাকার সচেতন লোকেরা বলছেন, যেহেতু এটা ছোঁয়াচে রোগ সেহেতু এই বাজারে এতো লোকের সমাগম করোনা ভাইরাস ছড়াতেও পারে। নিজেরা সচেতন না হলে এ করোনাভাইরাসের হাত থেকে আমরাও মুক্তি পাবো না। কঠিন হবে পরিস্থিতি।

এ বিষয়ে জানতে চাইলে ইউএনও নুরে ই আলম বলেন, ‘এটা আমি দেখছি। অবশ্যই জনস্বার্থে ব্যবস্থা নেওয়া হবে। সাতকানিয়ায় প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী এটিকে প্রতিরোধ করবে। ’

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!