প্রধানমন্ত্রী গাইলেন চট্টগ্রামের গান, শুনলেনও (ভিডিওসহ)

চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য আর সংস্কৃতির সঙ্গে কাছ থেকে পরিচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই প্রতিফলন ঘটলো রোববার (২৬ জানুয়ারি) বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ১২ ঘণ্টা সম্প্রচারের উদ্বোধনী অনুষ্ঠানে। নিজের কণ্ঠেই গাইলেন চট্টগ্রামের আঞ্চলিক গান। পরে নিজ আগ্রহেই চট্টগ্রামের একজন শিল্পীর কাছ থেকে শোনেন চাঁটগাইয়্যা গান। এ সময় প্রধানমন্ত্রীকে বেশ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের একপর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা যেহেতু একটি সাংস্কৃতিক বিষয়, আমরা গান যদি শুনতে পারতাম ভালো হতো না?’

এর পরপরই প্রধানমন্ত্রী হাসতে হাসতে গাইলেন, ‘চাঁটগাইয়্যা মানুষ আঁরা হিন্দু-মুসলমান। সিনার লই সিনা মিলাই, ঠেকাই ঝড়-তুফান।’

এ সময় ভিডিও কনফারেন্সের চট্টগ্রাম প্রান্তে থাকা জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন আগামীতে গান শোনানোর ব্যবস্থা করবেন জানালে প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, ‘সেখানে কি একজনও গায়ক নেই? এটা একটা কথা হলো?’

প্রধানমন্ত্রী গাইলেন চট্টগ্রামের গান, শুনলেনও (ভিডিওসহ) 1

এ সময় চট্টগ্রামের অনুষ্ঠানস্থলে উপস্থিত এক শিল্পী গেয়ে শোনান, ‘বাঁশখালী মইশখালী পাল উড়াইয়া দিলে সাম্পান গুরগুরাই টানে আয় তোরা হন্ হন্ যাবি আঁর সাম্পানে ’

এ সময় প্রধানমন্ত্রী উচ্ছ্বাস প্রকাশ করে বললেন, ‘খুব ভালো, খুব সুন্দর।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!