প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত ডেল্টা গভর্নেন্স কাউন্সিলে ভূমিমন্ত্রী জাবেদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডেল্টা প্ল্যান- ২১০০ বাস্তবায়নে ডেল্টা গভর্নেন্স কাউন্সিল গঠন করেছে সরকার। এ কাউন্সিলে চট্টগ্রাম আনোয়ারা আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জান চৌধুরী জাবেদকে সদস্য করা হয়েছে।

বাংলাদেশ ডেল্টা প্ল্যান- ২১০০ বাস্তবায়নে এ কাউন্সিল প্রয়োজনীয় পরামর্শ ও দিক-নির্দেশনা দেবে।

মন্ত্রী পরিষদ বিভাগ থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা প্রজ্ঞাপন বলা হয়েছে, ডেল্টা প্ল্যান গভর্নেন্সের ভাইস চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন পরিকল্পনামন্ত্রী।

কমিটির সদস্য হচ্ছেন, কৃষিমন্ত্রী, অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী, ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রী ও প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ডেল্টা গভর্নেন্স কাউন্সিলের সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

মন্ত্রী পরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ কাউন্সিলের কার্যপরিধি উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, এ কাউন্সিল বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ, কৌশলগত পরামর্শ ও দিক-নির্দেশনা প্রদান, বাংলাদেশ ডেল্টা প্ল্যান হালনাগাদকরণ দিক-নির্দেশনা প্রদান, বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ এর বিনিয়োগে পরিকল্পনা প্রণয়নে নীতি নির্ধারণ ও নির্দেশনা প্রদান এবং ডেল্টা ফান্ড গঠন ও ব্যবহারে দিক-নির্দেশনা প্রদান করবে।

এতে আরও বলা হয়, বছরে ন্যূনতম একটি সভা করবে এ কাউন্সিল। প্রয়োজনে এ কাউন্সিল নতুন সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে। এ কাউন্সিলকে সাচিবিক সহায়তা প্রদান করবে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!