প্রধানমন্ত্রীর তহবিলে গেল চট্টগ্রামের রেল কর্মীদের একদিনের বেতন

বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের প্রায় ২৭ হাজার রেল কর্মচারীর মাসিক বেতন থেকে একদিনের বেতন করোনা আক্রান্ত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন কর্মচারীরা।

বৃহস্পতিবার (১৪ মে) পূর্বাঞ্চল রেলওয়ে দপ্তরে এ সংক্রান্ত চিঠি পৌঁছালে অধীনস্থ কর্মচারীদের বেতন কেটে তা জমা দিয়েছেন রেল কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পার্সোনাল অফিসার (পূর্ব) রণজিৎ কুমার দাশ।

প্রায় ২৭ হাজার রেলওয়ে কর্মচারীর একদিনের বেতন সমপরিমাণ এক কোটি ৫৪ লাখ ১১ হাজার ৭০৬ টাকা চেকের মাধ্যমে ৩১ মার্চ তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। এই টাকা ১৪ মে কেটে নেওয়া হয়।

রেল পূর্বাঞ্চলের কামরুন্নাহার ফাইনান্স অ্যাডভাইজার এন্ড চিফ পারসোনাল অফিসার বলেন, পূর্ব-পশ্চিম যৌথভাবে রেলমন্ত্রী ও রেলপথ মন্ত্রণালয়ের সকলের আন্তরিকতায় মানবিক সাহায্যে প্রধানমন্ত্রীর পাশে থাকবে বলেই এমন ত্যাগ।

জেএস/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!