প্রধানমন্ত্রীর জনসভায় মারা যাওয়া জহিরুলকে ৫ লাখ টাকা দেবে আওয়ামী লীগ

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে এসে অসুস্থ হয়ে মারা যাওয়া জহিরুল ইসলাম বাচার পরিবারকে পাঁচ লাখ টাকা দিবে আওয়ামী লীগ। বাচা চন্দনাইশের হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

সোমবার (৫ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, জহিরুল ইসলাম বাচার পরিবারকে সমবেদনা জানাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপির নেতৃত্বে একটি দল আজ সেখানে যাবে। বাচার পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দেওয়া হবে। পরিবারের আর্থিক অবস্থা খারাপ হলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বসে একটা সিদ্ধান্ত নিবেন।

বাচা চন্দনাইশ উপজেলার ৮ নম্বর উত্তর হাশিমপুর ইউনিয়নের মৃত দুলা মিয়ার ছেলে।

রোববার (৪ ডিসেম্বর) আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে আসার পথে সদরঘাট এলাকার শাহজাহান হোটেলের সামনে অসুস্থ হয়ে পড়েন তিনি।

দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!