প্রধানমন্ত্রীর অসন্তুষ্ট তিন সেতু যানচলাচলের জন্য খুলে দিলেন মেয়র

প্রধানমন্ত্রীর অসন্তুষ্ট তিন সেতু যানচলাচলের জন্য খুলে দিলেন মেয়র 1বিশেষ প্রতিনিধি : হযরত শাহ আমানত বিমানবন্দর সড়কের উপর নির্মিত সেই তিনটি সেতু যানচলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ১৫নং, ৯নং ও রুবি সিমেন্ট সংলগ্ন তিনটি সেতু খুলে দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এ তি সেতুর নির্মাণ কাজে ধীরগতি নিয়ে গত মার্চে চট্টগ্রামে এসে অসন্তোষ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেতু তিনটির কাজ নিবিড়ভাবে তদারকি করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। সেতু তিনটির নির্মাণকাজ শেষ হলে বৃহস্পতিবার সকালে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সর্বসাধারনের যাতায়াতের সুবিধার্থে যানচলাচলের জন্য উম্মুক্ত করে দিয়েছেন মেয়র। উল্লেখিত ব্রিজ সমূহের এপ্রোচ ও অন্যান্য কাজ সমাপ্তির পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে সেতু ৩টি নির্মিত হয়েছে। নগরীর অবকাঠামো উন্নয়ন ও জনস্বার্থে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নতুন নতুন পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন করে যাচ্ছে। আগামী ২ অর্থ বছরের মধ্যে নগরীর অলি গলি, রাজপথ উন্নয়ন করা সম্ভব হবে।

তিনি বলেন, শতভাগ আলোকিত শহর ও পরিচ্ছন্ন নগরীর কার্যক্রমও এগিয়ে যাচ্ছে। প্রাকৃতিক দূর্যোগ, জলবায়ুর প্রভাব, অতিবৃষ্টি, টর্ণেডো, ঘুর্ণিঝড়, পাহাড় ধস সবকিছুকে সামনে রেখে নগরীর উন্নয়ন ও জনপ্রত্যাশা একে একে পুরণ করা হবে।

এসময় ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর সালেহ আহমদ চৌধুরী, তত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মো. তৈয়ব, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম সহকারী প্রকৌশলী আনোয়ার জাহান, উপ সহকারী প্রকৌশলী নুর সোলায়মান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!