প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে যুবনেতা দেবাশীষ পাল দেবুর বিক্ষোভ সমাবেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটূক্তির প্রতিবাদে চট্টগ্রাম নগরীর কোতোয়ালীর নিউমার্কেট এলাকায় সমাবেশ করেছে আওয়ামী যুবলীগ।

যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে শনিবার (৪ জুন) এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠেয় হয়।

এতে সভাপতিত্ব করেন জাকের আহমেদ খোকন ও সঞ্চালনায় ছিলেন আনিফুর রহমান লিটু।

সমাবেশে দেবাশীষ পাল দেবু বলেন, ‘৭৫ এর হাতিয়ার ‘৮১ এর পরিণতি ডেকে আনবে। বরং তারচেয়েও ভয়ঙ্কর পরিস্থিতির জন্য ‘৭৫ এর হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি বিএনপি জামায়াতিদের প্রস্তুত থাকতে হবে। বিএনপির নেতাকর্মীদের বুঝতে হবে ‘৭৫ আর ২০২২ এক নয়। তাই তারা যদি গণতান্ত্রিক ভাষায় কথা বলে তাহলে যুবলীগ গনতান্ত্রিক ভাষায় জবাব দেবে। আর তারা যদি অস্ত্রের ভাষা ব্যবহার করে হুমকি দেয়, তাহলে বাংলার মাটিতে তাদের কবরের নিশানাও থাকবে না, যেমন নাই তাদের স্বৈরাচারী জিয়ার।’

বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সেকান্দর আজম, বন্দর সিবিএ’র সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, নুরন্নবী পারভেজ, রঞ্জিত শীল, এসএম আতিকুর রহমান, রায়হান নেওয়াজ সজীব, লোকমান মো. ইসমাইল, মারুফ আহমেদ সিদ্দিক, ইমতিয়াজ আহমেদ বাবলা, ইকবাল হোসেন।

আরও বক্তব্য রাখেন রাশেদ চৈাধুরী, জাহেদ খোকন, ইমতিয়াজ আহমেদ সুমন, সালাউদ্দিন বাবর, কাজী আরিফ, সাজ্জাদ আলী জুয়েল, ফরহাদ আবদুল্লাহ, এমরান, যুবায়ের হোসেন অভি, স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল ইসলাম, আবু নাসের জুয়েল, শরীফ, সোহেল, কিরন, সালাহউদ্দিন বাবর, রেজাউল করিম মামুন, কায়সার, মাসুদুল করিম জিকু, মোশাররফ আলী শাবলু, ইয়াসিন আরাফাত, শাহজাহান আলী, মারুফুল ইসলাম মারুফ, সাজিবুল ইসলাম সজীব, মো. আরমান, টিপু খান, জহির রায়হান, নজরুল ইসলাম, প্রনব নাথ, ফিরোজ মৃদা, রমজান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!