প্রতিবন্ধী যাত্রীকে তুলে দিতে গিয়ে চট্টগ্রামে চলে এলেন বিমানকর্মীও

ঘোষণা ছাড়াই শারীরিক প্রতিবন্ধী এক যাত্রীকে বিমানে তুলতে গিয়ে আচমকা তার সঙ্গে ঢাকা থেকে চট্টগ্রামে চলে এলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক হুইলচেয়ার অ্যাটেনডেন্ট।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রামগামী ওই শারীরিক প্রতিবন্ধী তুলে দিতে ওই হুইলচেয়ার অ্যাটেনডেন্ট আতাউরও তার সঙ্গে বিমানে উঠেন। বিমান বাংলাদেশের বিজি-৪১১ ফ্লাইটটি সকাল ৭টা ৪০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়ার আগে তাকে বিমানের ভেতরে রেখেই দরজা বন্ধ করে দেওয়া হয়। ওই ফ্লাইটে আতাউরও চট্টগ্রাম চলে আসেন।

বিমানের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জাকির অবশ্য এমন অদ্ভূত ঘটনার ব্যাখ্যা দিয়েছেন এভাবে— ‘ওই যাত্রীর একটি পা নেই। তাকে সহায়তা করতে হুইলচেয়ার অ্যাটেনডেন্ট আতাউর উড়োজাহাজে উঠেন। পরে ওই যাত্রীকে সহায়তা করতেই তিনি চট্টগ্রাম গেছেন।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!