প্রতারণার অভিযোগে চীনা নাগরীকসহ আটক ১২

প্রতারণার অভিযোগে চীনা নাগরীকসহ আটক ১২ 1বিশেষ প্রতিবেদক : লটারির নামে অবৈধ ভাবে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে চট্টগ্রাম নগরীতে এক চীনা নাগরিকসহ ১২ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে নগরীর দক্ষিণ খুলশীর আবাসিক এলাকার এক নম্বর সড়কের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (বন্দর) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘তারা ওয়েলফেয়ার ফান্ডের অর্থ সংগ্রহের নামে লটারি বিক্রি করে গরিব-শ্রমজীবী মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল। ২০, ৫০, ১০০ টাকায় লটারি বিক্রি করে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত পাওয়ার লোভ দেখাচ্ছে এই চক্রের সদস্যরা।’

আটক ১২ জনের মধ্যে প্রধান হচ্ছেন চীনের নাগরিক শেন জিয়াং (৩৬)। বাকি ১১ জন বাঙালি। তাদের মধ্যে দু’জন নারী আছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আবু বক্কর সিদ্দিক।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!