প্রজ্ঞাপন হলেই স্থগিত চবির পরীক্ষা, শিক্ষার্থীদের বাড়ি পৌঁছানোর দায়িত্ব প্রশাসনকে নেওয়ার দাবি

সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রজ্ঞাপন হাতে পেলেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলমান সব পরীক্ষা স্থগিত করবে প্রশাসন। অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষায় অংশ নিতে চট্টগ্রামে আসা বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের বাড়ি পৌঁছানোর দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নেওয়ার আহ্বান জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

শনিবার (২৬ জুন) দুপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চবি সংসদের সভাপতি গৌরচাঁদ ঠাকুর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৌরভ ধর এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

এর আগে প্রজ্ঞাপন হাতে পেলে চলমান পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে।

ছাত্র ইউনিয়নের বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছানোর দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক হলেই এসব পরীক্ষার্থীদের নিজ নিজ এলাকায় পৌঁছানোর দায়িত্ব নিতে পারে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত সময়ের মধ্যে এসব পরীক্ষা নিতে পারে তারা।

বিগত দিনে শিক্ষার্থীদের যে অ্যাকাডেমিক ক্ষতি হয়েছে, তা পোষাতে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীবান্ধব পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

এমআইটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!