প্রচেষ্টা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রথম বর্ষপূর্তী উদযাপিত

চট্টগ্রামের জামালখানস্থ প্রেস ক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে প্রচেষ্টা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রথম বর্ষপূর্তি পালিত হয়। এতে থাইল্যান্ডের ওয়াট কান্তামারারাম বৌদ্ধ বিহার থেকে আনিত বুদ্ধ প্রতিবিম্ব দান, অসহায় হতদরিদ্র মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ, কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান ও স্বধর্মদেশনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

শুক্রবার (৩১ জানুয়ারি)বিকালে মঙ্গলাচরণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

মানবিক ও ধর্মীয় চেতনায় উদ্ধুদ্ধ হয়ে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ২০১৮ সালের ডিসেম্বর মাসে কয়েকজন মানবতাবাদী মানুষ একত্রিত হয়ে সংগঠনটির কার্যক্রম শুরু করেন। সমাজের অসহায় ও অস্বচ্ছল মানুষদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এবং স্ব-জাতির আর্থ সামাজিক উন্নয়নে তাদের কার্যক্রম শুরু হয়।

প্রধান সদ্ধর্মদেশক ও আশীর্বাদক ছিলেন রাঙ্গামাটি রাজবন বিহারের ভিক্ষু মেত্তাবংশ স্থবির। সংগঠনের সভাপতি আকাশ বড়ুয়া বাবুন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন উপেন্দ্র বিজয় ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রদীপ কুমার বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল হোমিও হলের ব্যবস্থাপনা পরিচালক লায়ন ডাঃ মৃদুল বড়ুয়া চৌধুরী ।

সংগঠনের সাধারণ সম্পাদক কেতন মুৎসুদ্দি এবং সেঁজুতি বড়ুয়ার সঞ্চলনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠাতা সবুজ বড়ুয়া। কর্মক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বৌদ্ধ সমাজের দুইজন বিশিষ্ট ব্যক্তিত্বকে সংবর্ধনা প্রদান করা হয়। তাঁরা হলেন,চট্টগ্রাম মহানগরের গোয়েন্দা বিভাগের (পশ্চিম) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার কাজল কান্তি বড়ুয়া এবং পতেঙ্গা মডেল থানার ইনচার্জ অফিসার উৎপল বড়ুয়া ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির মহাসচিব সুদীপ বড়ুয়া, চট্টগ্রাম মহানগর কোতায়ালি থানার আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক টিংকু বড়ুয়া, ২১ নং জামালখান ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, প্রচেষ্টা স্বেচ্ছাসেবী সংগঠন এর উপদেষ্টা কানন চৌধুরী ও রাজন বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সংস্কৃতি পরিষদের যুগ্ম সম্পাদক উৎপল বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন- প্রতিষ্ঠাতা সদস্য সুমিত বড়ুয়া, সাংগঠনিক সদস্য পুলক বড়ুয়া, সজীব বড়ুয়া বাপ্পী, রোমেন বড়ুয়া, সৌরভ বড়ুয়া, টুমেন বড়ুয়া, জনি বড়ুয়া, হৃদয় বড়ুয়া, প্রান্ত বড়ুয়া, পাপ্পু মুৎসদ্দী, প্রগতি বড়ুয়া,অর্পা বড়ুয়া, প্রিয়া বড়ুয়া প্রীতি। প্রবাসী সদস্যরা হলেন- শুভাশিস বড়ুয়া, সিদ্ধার্থ বড়ুয়া, লিপটন বড়ুয়া, হৃদয় বড়ুয়া, রনি বড়ুয়া, লাভলু বড়ুয়া, ক্রিন্টন বড়ুয়া, স্বদেশ বড়ুয়া প্রমুখ।

এসবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!