প্রচারণায় প্রতি ওয়ার্ডে একজন আ.লীগের এমপি

Awami ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগসমর্থিত প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় প্রতিটি ওয়ার্ডে সমন্বয়কের দায়িত্বে থাকছেন একজন করে সংসদ সদস্য। শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা অপেক্ষাকৃত তরুণ ও জনপ্রিয় এমপিদের প্রাধান্য দিয়ে একটি খসড়া তালিকা প্রস্তুত করেছেন। সংশ্লিষ্ট সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ধানমন্ডিতে এ তালিকা প্রস্তুত করার সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, কৃষি সমবায় সম্পাদক ড. আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস, সদস্য এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, সাবেক মন্ত্রী শামসুল হক টুকুসহ কয়েকজন নেতা।

বৈঠকে উপস্থিত ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলের সমন্বয়ক ড. আবদুর রাজ্জাক বলেন, দলীয় প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় প্রতিটি ওয়ার্ডে একজন করে এমপিকে প্রধান সমন্বয়ক করে একটি খসড়া তালিকা করা হয়েছে। মুল দায়িত্বে এমপিরাই থাকবেন। দলীয় ও সহযোগী সংগঠনের নেতারা তাদের সাথে সমন্বয় করে কাজ করবেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!