পোশাক কারখানার শ্রমিক দিয়ে লোক সমাগম পলোগ্রাউন্ডে, সেতুমন্ত্রীর বক্তব্যের জবাবে নোমান

পোশাক কারখানার শ্রমিক দিয়ে পলোগ্রাউন্ডের সমাবেশে লোক সমাগম করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল্লাহ আল নোমান। বাংলাদেশ আওয়ামী লগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

রোববার (৪ ডিসেম্বর) পলোগ্রাউন্ডে আওয়ামী লীগে সমাবেশে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আটটি সমাবেশের সমান জনসমাগম ঘটেছে এই সমাবেশে।’

এরপর ওবায়দুল কাদের বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সমাবেশ লাখো মানুষের হুংকার দেখে যেতে বলেন।

ওবায়দুল কাদেরের এ বক্তব্যে প্রতিক্রিয়া জানতে চাইলে আবদুল্লাহ আল নোমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘সংবাদপত্র, সামাজিক যোগাযোগমাধ্যম ও টিভির সংবাদে যতটা দেখেছি, তাতে অধিকাংশই পোশাক শ্রমিক ভাই-বোন। পোশাক কারখানা বন্ধ রেখে সমাবেশে আসতে বাধ্য করে, বাসায় বাসায় গিয়ে উপস্থিত থাকার হুমকি দিলেও সমাবেশে উপচে পড়া ভিড় হয়নি।’

তিনি বলেন, কোটি কোটি টাকার ব্যানার-ফেস্টুন, তোরণ নির্মাণ করে টাকা খরচ ছাড়া কোনো অর্জন নেই। এছাড়া সমাবেশে আগে যেসব প্রকল্পের কাজ শুরু হয়েছিল তা শেষ হয়েছে কিনা জানানো হয়নি।’

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!