পোশাকে স্বর্ণের প্রলেপ, দুবাইফেরত যাত্রী ধরা চট্টগ্রাম বিমানবন্দরে

গায়ের কাপড়ের সঙ্গে প্রলেপ লাগিয়ে অভিনব কৌশলে স্বর্ণ পাচার করতে গিয়ে ধরা খেল দুবাইফেরত এক যাত্রী। তার কাছ থেকে ২ কেজি ৯৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে চট্টগ্রাম চট্টগ্রাম বিমানবন্দরে এনএসআই টিম ও বিমানবন্দর শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। এসব স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ২৭ লাখ ৮৪ হাজার ৯০ টাকা।

স্বর্ণ

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মো. জিয়াউল হক নামের স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়।

মো. জিয়াউল হকের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের বসুরহাট পৌরসভায়। তিনি সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে করে চট্টগ্রামে এসে পৌঁছান।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানায়, তার কাছ থেকে স্বর্ণের প্রলেপযুক্ত ১টি স্যান্ডো গেঞ্জি, ১টি ফুল প্যান্ট ও ১টি আন্ডারওয়ার উদ্ধার করা হয়। পরে চট্টগ্রাম নগরীর হাজারী গলিতে নিয়ে কারিগরের সহায়তায় কাপড় থেকে স্বর্ণের প্রলেপ লাগানো গোলক পিণ্ডগুলো খোলা হয়।

এছাড়া তার কাছ থেকে ২৩৩ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বার ও ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

সব মিলিয়ে ২ কেজি ৯৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ১ কোটি ২৭ লাখ ৮৪ হাজার ৯০ টাকা।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!