পোড়া তেলে রান্না, দাওয়াত-সিকদারকে ৪ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের জামালখানে দাওয়াত রেস্টুরেন্ট ও গ্রান্ড সিকদার হোটেলে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবারের উপকরণ সংরক্ষণ, পোড়া তেলে রান্না, রান্নাঘরের অপরিচ্ছন্ন পরিবেশ, বাবুর্চি ও খাবার পরিবেশনের দায়িত্বে থাকা সহকারীদের ড্রেস কোড না থাকার কারণে দাওয়াত রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একই ভবনের নিচতলায় অবস্থিত গ্রান্ড সিকদার হোটেলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ কার্যালয় সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

এসসি/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!