পেকুয়ায় ২৪ ঘণ্টায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় ২৪ ঘণ্টার ব্যবধানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের সুন্দরীপাড়া এলাকায় পানিতে ডুবে মারা যায় ইশরাত জাহান (৬)। সে ওই এলাকার সৌদি প্রবাসি আবুল কাসেমের মেয়ে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে ইশরাত জাহান বাড়ির উঠানে খেলছিল। কোনো এক সময় সে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে। দ্রুত উদ্ধার করে তাকে পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে বুধবার সকাল ৯টার দিকে উজানটিয়া ইউনিয়নের পেকুয়ার চর এলাকায় মো. রোহান মিয়া নামে তিন বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। বাড়ির উঠানে খেলার সময় পুকুরে পড়ে যায় সে। পরে ভাসমান অবস্থায় শিশুর দাদি তাকে দেখতে পায়।

স্থানীয়রা রোহানকে উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রোহান মিয়া পেকুয়ার চর এলাকার কামাল হোসেনের ছেলে।

উজানটিয়া ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান শাহ জামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় রোহানকে নিয়ে তার মা বাবার বাড়িতে চলে যান। কয়েক দিন আগে রোহানকে তার বাবা কামাল হোসেন বাড়িতে নিয়ে আসেন। রোহান তার দাদির সঙ্গে থাকতো।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!