পেকুয়ায় শর্টসার্কিটের আগুনে পুড়লো আল-আরাফাহ ব্যাংক

কক্সবাজারের পেকুয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড পেকুয়া শাখায় আগুন লেগেছে। শনিবার (৫ অক্টোবর) রাত পৌনে ১২টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে পেকুয়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিভানোর চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আসতে ২ ঘণ্টা লেগে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার ফয়েজ উল্লাহ। তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছি।

তাৎক্ষণিক দমকল বাহিনীর সদস্য ঘটনাস্থল না পৌঁছলে বড় ধরনের ক্ষতি হতো বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পেকুয়া শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানায়, ব্যাংকের ভেতর থেকে আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ধরে। তবে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেল।

জানা গেছে, গত প্রায় দু’মাস আগে ব্যাংকটি পেকুয়া শাখা উদ্বোধন হয়েছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!