পেকুয়ায় মেয়াদ বিহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা

পেকুয়ায় মেয়াদ বিহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা 1ইমরান হোসাইন, পেকুয়া : কক্সবাজারের পেকুয়া উপজেলা সদরে মেয়াদবিহীন খাবার ও ভেজাল পণ্য বিক্রির দায়ে দুটি দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া যানজট সৃষ্টির দায়ে তিনটি সিএনজি অটোরিকশাকে ৯০০ টাকা জরিমানা করা হয়।

বুধবার(২৬জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার কলেজ গেইট চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালনা করেন পেকুয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সালমা ফেরদৌস।

অভিযানে মেয়াদবিহীন খাবার রাখায় মধুবন নামে একটি ফাস্টফুড দোকানকে ৫ হাজার টাকা ও নিম্নমানের সয়াবিন তেল বিক্রির দায়ে ভাই ভাই স্টোর নামে এক মুদির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ৩০ লিটার নিম্নমানের সয়াবিন তেল ও মেয়াদবিহীন বিভিন্ন খাদ্যপণ্য ধ্বংস করা হয়।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল করিম বলেন, পেকুয়ায় প্রধান সড়কে যানজট নিরসনে ও ভেজাল রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!