পেকুয়ায় ভ্রাম্যমাণ অভিযানে দুই দোকানকে জরিমানা

কক্সবাজারের পেকুয়ায় বিভিন্ন দোকানে রবিবার (২ মে) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় নোংরা পরিবেশে খাবার তৈরি ও ভেজাল পণ্য বিক্রির অভিযোগে পেকুয়া উপজেলা শিলখালীর বনানী ফুড বেকারিকে ১০ হাজার, টইটং ধনিয়াকাটা এলাকার সানিয়া বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব-উল করিম।

এ বিষয়ে ইউএনও মাহাবুব-উল করিম বলেন, ধনিয়াকাটাস্থ সামিয়া বেকারির কোন পণ্যতে মেয়াদ উল্লেখ নাই। নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে খাদ্যদ্রব্য। তাদের সমস্ত পণ্য জব্দের পাশাপাশি জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!