পেকুয়ায় ব্যবসায়ীসহ ৩জনকে পিটিয়ে আহত

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : 

পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নে আব্দুল মালেক(৩০) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে দূবৃর্ত্তরা। এসময় তাকে উদ্ধার করতে এসে আহত হয় ওই ব্যবসায়ীর স্ত্রী মমতাজ বেগম(২২), গাড়ী চালক আবু জাফর।

pic-pekua-30-11-16

বুধবার ইউনিয়নের সোনাইছড়ি রমিজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

আহত আব্দুল মালেক জানান, আমার বাড়ির পার্শ্ববর্তী জমিতে মজুদকৃত বালু অন্যত্র সরাতে গেলে একই এলাকার বাদশা মিয়ার পুত্র জাকের গং বাধাঁর সৃষ্টি করে। এর আগে তারা আমার কাছ থেকে চাঁদা দাবি করায় আমি ইউপি কার্যালয়ে অভিযোগ দায়ের করি।

 

এঘটনার জের ধরে বুধবার আমার মালিকানাধীন পিকআপ গাড়ি ভাংচুর করে। আমি বাধা দিতে গেলে আমার উপরও হামলা চালায় তারা। পরে, আমার স্ত্রীসহ স্থানীয়রা আমাকে উদ্ধার করতে গেলে তাদের উপর হামলা চালায় তারা। এতে আমার স্ত্রী ও আমার গাড়ির চালক আহত হয়।

 

পেকুয়া থানার অফিসার ইনচার্জ জিয়া মোঃ মোস্তাফিজ ভূইয়া বলেন, ঘটনাটি আমি শুনেছি। তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগতভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

 

রিপোর্ট : ইমরান হোসাইন, পেকুয়া।

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!