পেকুয়ায় জমি নিয়ে দ্বন্দ্বে বসতঘর ভাংচুর, আহত ৭

কক্সবাজারের পেকুয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৭ জন আহত হয়েছে। এ সময় প্রতিপক্ষের ভাড়াটে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বসতঘরে হানা দিয়ে টিনের ঘেরা ও বেড়া গুড়িয়ে দেয়। বুধবার (৭ আগস্ট সকাল সাড়ে ৮টায় উপজেলার সদর ইউনিয়নের উত্তর সাবেকগুলদি গ্রামে এ ঘটনা ঘটে। এতে আহতরা হলেন মৌলভীপাড়া এলাকার শহীদুল আলমের ছেলে জসিম উদ্দিন (২৫), শফিউল আলমের ছেলে সালাহ উদ্দিন (৩০), নুরুল আমিনের ছেলে আবদুল গফুর (২৮), তছি মিয়ার ছেলে ইলিয়াছ (২৯), সাবেকগুলদি এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে রেজাকুল হায়দার (৬৫), মৃত নুরুল কবিরের ছেলে শওকতুল ইসলাম (৪৩) ও মৃত মৌলভী মীর কাসেমের ছেলে গিয়াস উদ্দিন (৩২)। আহতরা পেকুয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ১৭ শতক জায়গা নিয়ে সাবেকগুলদি গ্রামের ছিদ্দিক আহমদের ছেলে শামশুল আলম গং ও মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান এবং শওকতুল ইসলাম গংদের মধ্যে বিরোধ চলছিল।

মুজিবুর রহমান ও গিয়াস উদ্দিন জানায়, ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ১৭ শতক বসতভিটা জবর দখলে নিতে ঘটনার দিন সকালে শামশুল আলম গং ভাড়াটে লোকজন নিয়ে আমাদের বসতবাড়িতে আক্রমণ চালায়। তারা ভীতি ছড়িয়ে আমাদের বসতবাড়ি ও (ঘেরা) বেড়া গুড়িয়ে দেয়। শামশুল আলম তার ভাই সেলিম উদ্দিন, ছেলে আবদু শুক্কুর, ফোরকান, আমিনুল হকসহ অজ্ঞাত আরও ১৫/২০ জনের দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে এ তাণ্ডব চালায়। আমরা এসব বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা হামলা চালিয়ে আমাদের ৭জনকে আহত করে।
তারা আরও জানান, পেকুয়া মৌজার ৩১০ বিএস খতিয়ানের ১০৫ বিএস দাগের এ জায়গা আমাদের বসতঘর। তারা একাধিকবার জবরদখলের চেষ্টা চালায়। বার বার উচ্ছেদ করতে তারা এসব ঘটনা সংঘটিত করছে। এ ঘটনায় আমাদের প্রায় ২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী মর্জিনা বেগম, আমির আবদুল্লাহ, জহির উদ্দিন ও জালাল উদ্দিন জানায়, তারা ভাড়াটে সন্ত্রাসী নিয়ে এ ঘটনা ঘটিয়েছে। এ জায়গা মুজিবুর রহমান গংদের পৈত্রিক সম্পত্তি। পূর্ব থেকে এ ঘরে তারা পরিবার পরিজন নিয়ে বসবাস করছিল। সকালে অতর্কিত হামলা চালায়।

তবে শামশুল আলম গংদের সেলিম উদ্দিন জানায়, ক্রয়সূত্রে এ জায়গা তার পিতার। দীর্ঘ ৪৯ বছর ধরে তারা ভোগ করছেন। ভাইয়ের ছেলে ফোরকান পরিবার নিয়ে ঘরে থাকত। তারা এসে ভেঙ্গে দিয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন ভূঁইয়া বলেন, ‘এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!