পেকুয়ায় উপসর্গ ছাড়াই করোনা আক্রান্ত ইউপি সদস্যসহ ২ ব্যক্তি

কক্সবাজারের পেকুয়ায় প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত হয়েছে। পেকুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ছাবের আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পেকুয়া সদরের বলীরপাড়ার বাসিন্দা ৩০ বছর বয়সী এক যুবকের শরীরে ও মগনামা ইউনিয়ন পরিষদের এক নারী সদস্যদের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এদের মধ্যে ওই যুবক সাতকানিয়া থেকে পেকুয়ায় ফিরেছেন এবং ইউপি সদস্য চট্টগ্রাম থেকে পেকুয়া ফিরেছেন। তাদের শরীরে কোন ধরনের উপসর্গ না থাকলেও করোনা ভাইরাস ধরা পড়েছে।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মুজিবুর রহমান বলেন, বৃহস্পতিবার কক্সবাজারে ১২২ জনের নমুনা সংগ্রহ করা হয়। ১১৪ জনের রিপোর্ট পাওয়া গেছে। তার মধ্যে পেকুয়ার ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা গেছে। তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের মাধ্যমে সবার কাছ থেকে আলাদা করে রাখা হয়েেছে। তাদের বাড়িও লকডাউন করা হচ্ছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!