পেকুয়ায় অস্ত্র ও গুলিসহ আটক যুবককে ফাঁসানো হয়েছে দাবী পরিবারের

পেকুয়ায় অস্ত্র ও গুলিসহ আটক যুবককে ফাঁসানো হয়েছে দাবী পরিবারের 1নিজস্ব প্রতিনিধি, পেকুয়া : কক্সবাজারের পেকুয়ায় ১টি আগ্নেয়াস্ত্র (এলজি) ও ২রাউন্ড গুলিসহ মোঃ আরমান (২৪) প্রকাশ আলম নামের এক যুবককে আটক করেছে পেকুয়া থানা পুলিশ।

সোমবার ১৩ ফেব্রুয়ারি রাত আড়াই টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের বদিউদ্দীন পাড়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ তাকে আটক করে পেকুয়া থানার ওসি’র নেতৃত্বে একদল পুলিশ। আটক আলম একই এলাকার আবুল হোছনের পুত্র।

আটকের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ জিয়া মোঃ মোস্তাফিজ ভূঁইয়া বলেন, মোঃ আরমান প্রকাশ ডাকাত আলম একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে পেকুয়া থানায় একাধিক মামলা রয়েছে।

এদিকে আটক যুবকের পিতা আবুল হোসেন দাবী করছেন, তার পুত্র আলমকে পরিকল্পিত ভাবে পেকুয়া থানা পুলিশের মাধ্যমে ফাসাঁনোর জন্য এই নাটক সাজিয়েছেন প্রতিপক্ষরা। সে কোনভাবে ডাকাত নয়। এমনকি সে কোন ডাকাতি মামলারও আসামী নয়। অথচ তাকে ডাকাত বলে প্রচার করেছে পুলিশ। এব্যাপারে আমরা সুষ্ট তদন্তের দাবী জানাচ্ছি।

আটক যুবক আলমের স্ত্রী তাসমিন জান্নাত বলেন, আমার স্বামীকে গত রবিবার সকাল ১০টার দিকে চকরিয়া আদালত এলাকা থেকে আটক করে পেকুয়া থানা পুলিশ। যা এর পরদিন (সোমবার) কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক রূপসীগ্রাম, দৈনিক দৈনন্দিন সহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। কিন্তু সে সময় তাঁর কাছ থেকে কোন অস্ত্র উদ্ধার করতে না পারলেও একটি এক নলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার দেখিয়ে তাঁকে সোমবার আদালতে প্রেরণ করেছে পুলিশ। এসময় তাঁকে একটি অস্ত্র আইনের মামলায় আটকও দেখানো হয়। যার নং- ৩ (১৩/০২/১৭)। পেকুয়া থানা পুলিশের এমন আচরনে আমরা হতাশ। পুলিশ কাদের ইশারায় আমার নিরাপধার স্বামীকে ফাঁসিয়েছে তা আমরা জানতে চাই।
পেকুয়ায় অস্ত্র ও গুলিসহ আটক যুবককে
ফাঁসানো হয়েছে দাবী পরিবারের

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় ১টি আগ্নেয়াস্ত্র (এলজি) ও ২রাউন্ড গুলিসহ মোঃ আরমান (২৪) প্রকাশ আলম নামের এক যুবককে আটক করেছে পেকুয়া থানা পুলিশ।

সোমবার ১৩ ফেব্রুয়ারি রাত আড়াই টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের বদিউদ্দীন পাড়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ তাকে আটক করে পেকুয়া থানার ওসি’র নেতৃত্বে একদল পুলিশ। আটক আলম একই এলাকার আবুল হোছনের পুত্র।

আটকের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ জিয়া মোঃ মোস্তাফিজ ভূঁইয়া বলেন, মোঃ আরমান প্রকাশ ডাকাত আলম একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে পেকুয়া থানায় একাধিক মামলা রয়েছে।

এদিকে আটক যুবকের পিতা আবুল হোসেন দাবী করছেন, তার পুত্র আলমকে পরিকল্পিত ভাবে পেকুয়া থানা পুলিশের মাধ্যমে ফাসাঁনোর জন্য এই নাটক সাজিয়েছেন প্রতিপক্ষরা। সে কোনভাবে ডাকাত নয়। এমনকি সে কোন ডাকাতি মামলারও আসামী নয়। অথচ তাকে ডাকাত বলে প্রচার করেছে পুলিশ। এব্যাপারে আমরা সুষ্ট তদন্তের দাবী জানাচ্ছি।

আটক যুবক আলমের স্ত্রী তাসমিন জান্নাত বলেন, আমার স্বামীকে গত রবিবার সকাল ১০টার দিকে চকরিয়া আদালত এলাকা থেকে আটক করে পেকুয়া থানা পুলিশ। যা এর পরদিন (সোমবার) কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক রূপসীগ্রাম, দৈনিক দৈনন্দিন সহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। কিন্তু সে সময় তাঁর কাছ থেকে কোন অস্ত্র উদ্ধার করতে না পারলেও একটি এক নলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার দেখিয়ে তাঁকে সোমবার আদালতে প্রেরণ করেছে পুলিশ। এসময় তাঁকে একটি অস্ত্র আইনের মামলায় আটকও দেখানো হয়। যার নং- ৩ (১৩/০২/১৭)। পেকুয়া থানা পুলিশের এমন আচরনে আমরা হতাশ। পুলিশ কাদের ইশারায় আমার নিরাপধার স্বামীকে ফাঁসিয়েছে তা আমরা জানতে চাই।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!