পেকুয়ায় অটোরিকশা চোর সিন্ডিকেটের ৪সদস্য গ্রেপ্তার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি :

পেকুয়া ব্যাটারি চালিত অটোরিক্সা বিক্রয়কালে চোর সিন্ডিকেট’র ৪সদস্য আটকসহ চুরি যাওয়া ২টি অটোরিকশা উদ্ধার করেছে পেকুয়া থানা পুলিশ।

img20161110195147

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার এসআই মনিতোষ চাকমা একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ওই চোর সিন্ডিকেট’র ৪সদস্য আটক হয়।

আটককৃতরা হলেন, চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার মাষ্টার হাট’র মোঃ ইসমাইলের পুত্র আলাউদ্দিন (২৪), একই এলাকার শুক্কুর আহমদের পুত্র সুমন আহমদ (১৮), একই থানাধীন চরপাথর ঘাটা এলাকার আব্দুর শুক্করের পুত্র ওসমান গণি (২৬) ও কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ীর মগডেইল এলাকার নূর আলমের পুত্র মঈন উদ্দিন। এসময় চুরি হওয়া সবুজ রং’র পুরাতন দুটি ব্যাটারি চালিত অটো রিক্সা উদ্ধার করা হয়।

ওই ঘটনায় পেকুয়া থানার এএসআই মনিতোষ চাকমা বাদী হয়ে আটক চোর সিন্ডিকেটের ৪সদস্যকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

পেকুয়া থানার এএসআই মনিতোষ চাকমা বলেন, বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পেকুয়া জিএমসি স্কুলের সামনে ২টি চোরাই অটোরিকশা বিক্রয়ের জন্য চোরের দল ক্রেতার অপেক্ষায় আছে। উক্ত সংবাদে ওই চোরাই অটোরিকশাসহ চোর সিন্ডিকেট’র ৪সদস্যকে আটক করি । জিঙ্গাসাবাদে অটোরিক্সা গুলো চট্টগ্রাম শহর থেকে চুরি করে বিক্রির উদ্দ্যেশে পেকুয়া এনেছে বলে আটকরা তাদের স্বীকারোক্তিতে জানায়।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রিপোর্ট : ইমরান হোসাইন, পেকুয়া।

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!