পেঁয়াজ বিক্রি করবে চট্টগ্রামের পুলিশও!

পেঁয়াজের মূল্যে লাগাম টানতে এবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশও (সিএমপি) নামছে পেঁয়াজ বেচাকেনায়। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে নগরীর কোতোয়ালী থানা প্রাঙ্গণে পেঁয়াজ বিক্রি হবে ৪৫ টাকা কেজি দরে। কোতোয়ালীতেই শুধু নয়, পেঁয়াজ কেনা যাবে খুলশী, চাঁন্দগাও, পাহাড়তলী, ইপিজেড থানা থেকেও।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ প্রসঙ্গে বলেন, ‘পেঁয়াজের দামের লাগাম টানতে মাঠে নামছি আমরা। পেঁয়াজ বিক্রি করব আমরাও। প্রতিদিন এক টন পেঁয়াজ আমরা নগরবাসীর কাছে বিক্রি করব। মাত্র ৪৫ টাকা কেজি দরেই প্রতিদিন কোতোয়ালি থানা প্রাঙ্গণ থেকে কিনতে পারবেন পেঁয়াজ। জনদূর্ভোগ কমানোর সিএমপির এই মিশন শুরু হবে আগামী ৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!