পূর্ব শত্রুতার আগুনে পুড়লো বসত ঘর

পূর্ব শত্রুতার জের ধরে ফটিকছড়ির ভুজপুরে দেওয়া আগুনে একটি বসত ঘর পুড়ে ছাই হয়েছে। এতে ঘরে থাকা আসবাবপত্র, স্বর্ণালংকার, গরু, হাসমুরগীসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ভুজপুর থানা হারুয়ালছড়ির বেতুয়ারখীল এলাকার জামালের ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ বিষয়ে জামাল উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘জমি সংক্রান্ত বিষয় নিয়ে তার চাচা সিরাজুল ইসলামের সাথে বিরোধ চলে আসছে। রাতের আধারে আমার ঘরে আগুন দিয়ে আমাকেও পুড়ে মারতে চেয়েছিল দূর্বৃত্তরা।’

এলাকাবাসী জানায়, এর আগেও একদিন হামলা করে জামালকে ও তার ভাইকে হত্যার চেষ্টা করেছিল দূর্বৃত্তরা। এ সময় তার ভাই আহত হয়।’

হারুয়ালছড়ি বেতুয়ারখীল খামাড়ি পাড়ার স্থানীয় নুরুল হক বলেন, ‘এ আগুন থেকেই বুঝা যাচ্ছে পুর্ব শত্রুতার জের ধরে আগুন দেওয়া হয়েছে এ ঘরে। রাতে আমরা এসে উদ্ধার না করলে জামালও পুড়ে মারা যেত।’

জামালের স্ত্রী জাহেদা আক্তার বলেন, ‘বিবাদমান জায়গা সম্পত্তির বেশ কিছু কাগজপত্র রক্ষিত ছিল আমার ঘরে। সেগুলোও পুড়ে ছাই হয়েছে। তারা বার বার আমার স্বামীকে হত্যার চেষ্টা করেছে। আমি এ ঘটনার বিচার চাই।’

এ ব্যাপারে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবদুল্লাহ বলেন, ‘ঘটনার তদন্তের জন্য থানা থেকে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি কঠোরভাবে দেখা হচ্ছে।’

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!