পূজা ও শরৎকালীন ছুটিসহ ৯ দিন বন্ধ থাকবে চবি ক্যম্পাস

সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ অনুষ্ঠান দুর্গাপূজাসহ শরৎকালীন ছুটি উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী ৬ অক্টোবর (রোববার) থেকে ১০ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ০৫ দিন ক্লাস বন্ধ থাকবে। সে হিসেবে আগামীকাল শুক্রবার থেকে টানা নয়দিন ছুটি শুরু হবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে এবং শাটল ট্রেন বন্ধের শিডিউলে চলবে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন।

তিনি বলেন, দূর্গাপূজাসহ শরৎকালীন ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় আগামী রোববার (০৬ অক্টোবর) থেকে ১০ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত ০৫ দিন ক্লাস বন্ধ থাকবে। এবার পাঁচ দিনের ছুটি হলেও শুক্রবার আর শনিবার ছুটির দিন থাকায় আগামীকাল (৪- ১২ অক্টেবর) টানা ৯ দিন বন্ধ থাকছে ক্যাম্পাস।

এদিকে বন্ধের দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে। পাশাপাশি শাটল ট্রেন বন্ধের শিডিউলে চলাচল করবে।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!