পূজামণ্ডপে দর্শনার্থীদের জন্য সুরক্ষাসামগ্রী দিলেন সাবেক কাউন্সিলর মোরশেদ

চট্টগ্রামের শুলকবহরের বিভিন্ন পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের জন্য সুরক্ষাসামগ্রী ও বিশুদ্ধ পানি দিয়েছেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত কাউন্সিলর প্রার্থী মো. মোরশেদ আলম।

শুক্রবার (২৩ অক্টোবর) ব্যক্তিগত উদ্যোগে এসব সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

সাবেক কাউন্সিলর মোরশেদ আলমের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে পাঁচলাইশ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রুবেল শীল ও সাধারণ সম্পাদক শুভাশিষ চৌধুরী বলেন, অসম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁরই পথ অনুসরণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সাবেক কাউন্সিলর মোরশেদ আলম। সনাতনী সম্প্রদায়ের এতবড় উৎসবে সুরক্ষাসামগ্রী ও বিশুদ্ধা পানি বিতরণ করে তিনি সম্প্রীতির মেলবন্ধন রচনা করেছেন।

বিভিন্ন পূজামণ্ডপের সুরক্ষাসামগ্রী ও বিশুদ্ধ পানি গ্রহণ করেন পিলখানা পূজা উদযাপন পরিষদের সভাপতি জনি সেন, সাধারণ সম্পাদক অনিক চৌধুরী, আদর্শ পাড়া শ্রী শ্রী সন্তোষী মা লোকনাথ মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি দেবরাজ দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক স্ট্যালিন দে, গৌরাঙ্গ মহাপ্রভু বিগ্রহ মন্দির পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মিঠু দে, লোকনাথ সেবনালয় সভাপতি চন্দন দেবনাথ, সাধারণ সম্পাদক অপু চক্রবর্তী, পিয়ারু সাধু মন্দির পূজা উদযাপন করমিটির সভাপতি লিপু চৌধুরী, প্রবর্তক সংঘ পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃদুল চৌধুরী ও নবজাগরণ সংঘ পূজা উদযাপন কমিটির সভাপতি রুবেল দেব।

এ সময় উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রিয়লাল গোস্বামী, আদর্শ পাড়া শ্রী শ্রী সন্তোষী মা লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডা. সুধীর চন্দ্র, মুরাদপুর ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, পাঁচলাইশ থানা পূজা উদযাপন পরিষদের সাবেক উপদেষ্টা সাধন চন্দ্র নাথ, সাবেক সভাপতি বিশ্বজিৎ দে, সাধারণ সম্পাদক যীশু নাথ, সভাপতি রবেল শীল, সাধারণ সম্পাদক শুভাশিষ চৌধুরী, বাপ্পু দাশ, রাজু দেবনাথ প্রমুখ।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!