‘পুষ্টি গাড়ি’ যাচ্ছে পশ্চিম ষোলশহরের বাড়ি বাড়ি

চট্টগ্রাম মহানগরীর পশ্চিম ষোলশহর ওয়ার্ডে ‘পুষ্টি গাড়িতে’ বিনামূল্যে ফলমূল ও শাকসবজি বিতরণ করছে ছাত্রলীগ।

করোনা প্রতিরোধে ভিটামিন ‘সি’ সমৃদ্ধ ‘পুষ্টি গাড়ি’ যাবে আপনার বাড়ি— এই স্লোগানে চালু করা পুষ্টি গাড়িতে করে পেয়ারা, কমলা, মাল্টা সহ ভিটামিন সি সমৃদ্ধ বিভিন্ন ফলমূল ও সবজি বিনামূল্যে বিতরণ করা হচ্ছে ওয়ার্ডটির বিভিন্ন এলাকায়।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক নেতা তোসাদ্দেক নূর চৌধুরীর উদ্যোগে এই পুষ্টি গাড়ির কার্যক্রম পরিচালনা করছেন স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

এই কর্মসূচির আওতায় গত এক সপ্তাহ ধরে ছয়টি ‘পুষ্টি গাড়ি’ করে বিভিন্ন স্থানে এসব বিতরণ করা হচ্ছে।

ফ্রি সবজি বাজারের প্রধান উদ্যোক্তা তোসাদ্দেক নূর চৌধুরী তপু বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বিনামূল্যে ফলমূল ও সবজি বিতরণের উদ্যোগ নিয়েছি। অনেকের ঘরে চাল থাকলেও সবজি নেই। এই দুর্যোগে সাধারণ মানুষ সবজি কিনতে বাজারে ভিড় করছেন। এতে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। তাই সাধারণ মানুষকে ঘরে রাখতে ছাত্রলীগ নেতা-কর্মীদের নিয়ে আমি ব্যক্তিগতভাবে এ উদ্যোগে নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের নিজেদের সুরক্ষা নিশ্চিত ও সামাজিক দূরত্ব মেনে পিকআপ ভ্যানে করে এগুলো বিতরণ করেছি। করোনা আতঙ্কের এই সময়টাতে আমাদের সাধ্যমতো নগরীর বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চলমান রাখবো। এছাড়া প্রতিদিন ডোর টু ডোর জীবাণুনাশক স্প্রে, মাস্ক, হ্যান্ড-স্যানিটাইজারসহ প্রায় শতাধিক মানুষের মাঝে রাতে সেহেরিও বিতরণ করা হচ্ছে।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!