‘পুলিশ সুপার’ বাবুল আক্তারকে ফেনী কারাগারে স্থানান্তর

চট্টগ্রামে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় গ্রেফতারের পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকা সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে ফেনী কারাগারে স্থানান্তর করা হয়েছে।

শনিবার (২৯ মে) সকাল ১০টার দিকে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ফেনী কারাগারের উদ্দ্যেশ্যে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে ফেনী কারাগারে স্থানান্তর করা হয়েছে।’

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রামে খুন হন মাহমুদা খানম। সেদিন সকালে ছেলেকে স্কুলবাসে উঠিয়ে দিতে বাসা থেকে বের হওয়ার পর চট্টগ্রাম শহরের জিইসি মোড়ের কাছে তাঁকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। তখন তাঁর স্বামী বাবুল আক্তার ছিলেন ঢাকায়। খুনের ঘটনার কয়েক দিন আগে পুলিশ সুপার পদে পদোন্নতি পান তিনি। এর আগে বাবুল আক্তার চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ছিলেন।

এএন/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!