পুলিশ নিয়োগে ‘অবিবাহিত ও উচ্চ সামাজিক মর্যাদা’ শর্তে নিয়ে রুল

পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীকে ‘অবিবাহিত থাকা এবং উচ্চ সামাজিক মর্যাদার অধিকারী’ শর্ত দুটি কেন অসাংবিধানিক ঘোষনা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে উচ্চ আদালত।
রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ ওই রুল জারি করেন।
উল্লেখ, রাজধানীর ঢাকার খিলগাঁও এলাকার বাসিন্দা মোহাম্মদ হোসেন খানের পক্ষে অ্যাডভোকেট ইশরাত হাসান গত ২৫ ফেব্রুয়ারি ওই রিট আবেদনটি দায়ের করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!