পুলিশ ও ব্যাংক কর্মকর্তাসহ আরও ৭ আক্রান্ত নিয়ে ৫০ পার হলো কাপ্তাইয়ে

কাপ্তাইয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রাণঘাতী করোনা রোগীর সংখ্যা। এ পর্যন্ত ৫৩ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। সর্বশেষ শনিবার (২৭ জুন) রাতে চট্টগ্রাম বিআইটিআইডি থেকে পাওয়া রিপোর্টে কাপ্তাইয়ে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ২ ব্যাংক কর্মকর্তা ও ৫ পুলিশ সদস্য।

বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডা. ওমর ফারুক রনি।

আক্রান্ত পুলিশ কর্মকর্তাদের মধ্যে একজন কাপ্তাই ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আইসি), ওই ফাঁড়ির দুজন কনস্টেবল এবং কাপ্তাই থানায় কর্মরত দুই পুলিশ সদস্য আছেন।

অপরদিকে করোনায় আক্রান্ত দুই ব্যাংক কর্মকর্তা কেপিএম সোনালী ব্যাংকে কর্মরত আছেন বলে স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়। গত ২২ জুন তাদের নমুনা নেওয়া হয়েছিল বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন জানান, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের কোনও লক্ষণ না থাকায় তারা ফাঁড়ি এবং নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, চন্দ্রঘোনা কেপিএম সোনালী ব্যাংকের ম্যানেজার সুশীল মারমা জানান, আক্রান্ত দুই ব্যাংক কর্মকর্তার শারীরিক অবস্থা ভালো থাকায় তারা ব্যাংকের বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এই পর্যন্ত কাপ্তাইয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩ জন এবং সুস্থ হয়েছেন ২০ জন।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!