পুলিশে ভরেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ফের সংঘর্ষের শঙ্কা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের আশংকায় ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) দুপুর থেকে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়।

জানা যায়, আগের ঘটনার জের ধরে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয় যা রাত ১২টা পর্যন্ত চলে। এতে পাঁচ ছাত্রলীগ কর্মী আহত হয়েছে।

ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়।
ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়।

বিবাদমান গ্রুপ দুটি হলো শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী গ্রুপ ও সাবেক উপ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুলের অনুসারী গ্রুপ। এ ঘটনার জেরে শনিবার (৩০ নভেম্বর) দুপুর পর্যন্ত পরিস্থিতি শান্ত থাকলেও দুপুর গড়ানোর সাথে সাথে দুই পক্ষের নেতা-কর্মীরা হলের ভেতর অবস্থান করতে শুরু করে। যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসজুড়ে দুই শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

সর্বশেষ বিকেল ৫টা ৩৫ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর এসএম মনিরুল হসান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ক্যাম্পাসে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ক্যাম্পাসের পরিস্থিতি জানতে চাইলে তিনি বলেন, পরিস্থিতি শান্তও না, অশান্তও না।

এমআইটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!