পুলিশের ওপর হামলা, চট্টগ্রামে ৭৫ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে পুলিশের ওপর হামলার অভিযোগে ৭৫ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করা হয়।

এ মামলায় আসামি করা হয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্করকেও।

পুলিশ জানায়, বুধবার নগরের প্রেস ক্লাব এলাকা ১০০ জনের একটি মানববন্ধন করার মৌখিক অনুমতি নেয় মহানগর বিএনপি। কিন্তু তাদের মিছিলে হঠাৎ লোকসমাগম বেড়ে যায়। এতে প্রেস ক্লাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিএনপি নেতাকর্মীদের রাস্তা ছেড়ে দিতে পুলিশ। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।

এতে তিন পুলিশ সদস্য আহত হয়। এরপর ঘটনাস্থলে পুলিশ অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করে। বুধবার দিবাগত রাতে আটক হওয়া ৪৯ জনসহ মোট ৭৫ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, ‘পুলিশের উপর হামলা ও জানমালের ক্ষয়ক্ষতির অভিযোগে সংশ্লিষ্ট ধারায় ৭৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় এ পর্যন্ত ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

উল্লেখ্য, গতকাল ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ ঘোষণা দিয়ে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বিএনপি। মানববন্ধন করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ৪৯ জনকে আটক করে।

আরএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!