পুলিশের অ্যাপস ফিরিয়ে দিলো প্রবাসীর হারানো ব্যাগ

কিছুদিন আগে বিদেশ থেকে দেশে ফেরেন বিপ্লব দাশ। রোববার (২২ মে) সকাল ১০টায় স্ত্রীকে নিয়ে সিএনজি অটোরিকশা করে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন তিনি। পথে গাড়ি থেকে নেমে মিষ্টি কিনেন।

কিন্তু ভুল করে গাড়ির পেছনে তিনি স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ব্যাংকের চেক বই, কাপড়সহ ট্রলিব্যাগটি সিএনজির পেছনে ফেলে যান।

এরপর দিশেহারা হয়ে পড়েন রেমিট্যান্সযোদ্ধা বিপ্লব দাশ (৩৫)। কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

অভিযোগ পাওয়ার ৬ ঘণ্টার মধ্যেই ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপসের অটোরিকশা থেকে ট্রলিব্যাগটি উদ্ধার করে কোতোয়ালী পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘রোববার সকালে বিদেশফেরত বিপ্লব দাশ স্বর্ণালঙ্কার, নগদ ২০ হাজার টাকা, নতুন শাড়ি, ব্যাংকের চেক বইসহ ট্রলিব্যাগটি সিএনজির পেছনে ফেলে যান। সিএনজিচালককে অনেক খোঁজাখুঁজি পরও না পেয়ে দিশেহারা হয়ে থাকান সাধারণ ডায়েরি করেন তিনি।’

তিনি আরও বলেন, ‘অভিযোগ পাওয়ার ৬ ঘণ্টার মধ্যেই আমার গাড়ি নিরাপদ ডাটাবেজের মাধ্যমে সিএনজির মালিক এবং ড্রাইভারের তথ্য সংগ্রহ করা হয়। পরে ট্রলিব্যাগটি উদ্ধার করে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!