পুরাকীর্তি বিক্রি, কষ্টি পাথরের থালাসহ বোয়ালখালীতে যুবক গ্রেপ্তার

রাষ্ট্রীয় সম্পদ (পুরাকীর্তি) অবৈধ উপায়ে সংগ্রহ ও বিক্রির দায়ে চট্টগ্রামের বোয়ালখালীর আহলা দরবার শরীফ এলাকা থেকে ১৬ লাখ টাকা মূল্যের কষ্টি পাথরের থালাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) মো. সাইফুল ইসলাম (৪৬) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি বোয়ালখালী থানার উত্তর ভুর্ষি ইউনিয়নের মৃত হাজী মুজিবুর রহমানের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, ‘সাইফুর রহমান দেশের বিভিন্ন এলাকা থেকে এসব পুরাকীর্তি সংগ্রহ করে সেগুলো গোপনে বিক্রি করতেন। বোয়ালখালীত দিঘির পাড় এলাকায় কয়েকজন চোরাকারবারী পুরাকীর্তি কষ্টি পাথর বেচাকেনার জন্য সেখানে অবস্থান নিয়েছিল। গোপন খবর পেয়ে র‌্যাব-৭ বোয়ালখালী থানার আহলা দরবার শরীফ এলাকায় অভিযান চালায়।

এ সময় মো.সাইফুর রহমানকে আটক ও ৫ কেজি ১৯৫ গ্রাম ওজনের কষ্টি পাথরের থালা (পুরাকীর্তি) উদ্ধার করা হয়।

র‍্যাব জানিয়েছে, উদ্ধারকৃত কষ্টি পাথরের থালার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা হতে পারে। আটক সাইফুর রহমানকে থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, কষ্টি পাথরে ঘষে সোনা রুপা বা কোন ধাতু আসল কী না তা পরীক্ষা করা হয়। কষ্টি পাথরে তৈরি অনেক প্রাচীন মূর্তি রয়েছে বাংলাদেশে।

সিএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!