পুকুর ভরাট করে শাস্তি পেলেন সীতাকুণ্ডের চেয়ারম্যান

পুকুর ভরাট করে শাস্তি পেলেন সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। পাহাড় কাটার দায়ে রাঙ্গামাটির কাউখালী বেতবুনিয়া এলাকার পাঁচ ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, সীতাকুণ্ড উপজেলার সলিমপুর এলাকায় পুকুর ভরাট করেন ১০ নম্বর সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ। অভিযোগ পেয়ে এ ঘটনায় তাকে তিন লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শুনানি শেষে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন।

ওই আদেশে জরিমানার টাকা আগামী সাত কার্যদিবসের মধ্যে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে আর পুকুর ভরাট না করার অঙ্গীকারপত্র দাখিল করতেও বলা হয়েছে ওই চেয়ারম্যানকে।

এছাড়া পৃথক আদেশে পাহাড় কাটার দায়ে রাঙ্গামাটির কাউখালী বেতবুনিয়া এলাকার অভিমং চৌধুরীসহ পাঁচ ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং লাইসেন্স নবায়ন ছাড়াই প্রতিষ্ঠান পরিচালনার দায়ে কক্সবাজারের পেকুয়ার এবিএম ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!