পুকুর ভরাটের শাস্তি পেল আনোয়ারার দুই লোক

সীতাকুন্ডের ম্যাক কর্পোরেশনের জরিমানা ৫০ হাজার

চট্টগ্রামের আনোয়ারায় পুকুর ভরাট করে পরিবেশের ক্ষতি করায় নির্মল কান্তি দাশ ও বাবুল শীল গংকে ২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একইসঙ্গে পরিবেশগত ছাড়পত্রের শর্তভঙ্গ করায় সীতাকুন্ডের ম্যাক কর্পোরেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের জন্য বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত নোটিশে চট্টগ্রাম প্রতিদিনকে জরিমানার বিষয়ে নিশ্চিত করা হয়।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক (কারিগরি) মুক্তাদির হাসান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘পরিবেশগত দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ছাড়পত্রের শর্তভঙ্গ ও পুকুর ভরাট করায় দুই ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

এসআর/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!