পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু আনোয়ারায়

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরে ডুবে তুষার মজুমদার (৮) ও তনুশ্রী মজুমদার (৬) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার ৭নং সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নারায়ণ দত্তের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহতরা উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের পঞ্চ ফকিরের কালিবাড়ীর সিএনজি (অটোরিকশা) চালক শ্যামল মজুমদারের সন্তান।

তারা সদর উপজেলায় নারায়ণ দত্তের বাড়িতে ভাড়া বাসায় থাকতো এবং নিহত দুই ভাই-বোন আনোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে পুকুরে গোসল করতে যায় তারা। এসময় চাউল কিনতে তাদের মা শ্রাবণী মজুমদার দোকানে যায়। পরবর্তীতে শ্রাবণী দোকান থেকে এসে তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে, একপর্যায়ে পুকুরে তাদের দেখতে পায়। তৎক্ষনাৎ পুকুর থেকে তাদের উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রেজুয়ানা আহমেদ বলেন, ‘আজ দুপুরে পানিতে ডুবে মৃত্যু হওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিলো। আমরা শিশু দুটিকে মৃত ঘোষণা করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করি।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!